বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

দীর্ঘ অপেক্ষার পর ফিরে যেতে হচ্ছে শত শত মানুষকে, তীব্র আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

দীর্ঘ অপেক্ষার পর ফিরে যেতে হচ্ছে শত শত মানুষকে, তীব্র আক্ষেপ
ফাইল ছবি

দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করতে পারেননি শত শত মানুষ। পরে তীব্র ক্ষোভ নিয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করার কথা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টার আগেই বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল স্টেশনের মূল ফটক। তখনও স্টেশনের বাইরে অপেক্ষমান শত শত যাত্রী। 


বিজ্ঞাপন


মেট্রোরেল কর্তৃপক্ষ ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলে যাত্রী চলাচল শুরু হয়। 

সকালে ঘন কুয়াশা উপেক্ষা করে শত শত যাত্রী ভিড় করেন স্টেশনে। লাইন দিয়ে প্রবেশ করে অনেকেই দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন ভ্রমণের স্বাদ নিয়েছেন।

jatri-line

তবে আজ ট্রেন চলাচল করেছে বেলা ১২টা পর্যন্ত। তাই উত্তরা উত্তর স্টেশন ও আগারগাঁও স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা শত শত যাত্রীকে শেষ মুহূর্তে ট্রেন ভ্রমণের স্বাদ না নিয়েই ফিরে যেতে হয়েছে। 


বিজ্ঞাপন


এ সময় আক্ষেপ প্রকাশ করেছেন অনেক যাত্রী। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে একজন যাত্রী বলেন, দুই ঘণ্টার বেশি অপেক্ষা করেছি, তারপরও উঠতে পারলাম না।

অপর এক যাত্রী বলেন, প্রথম দিনে মানুষের আগ্রহ থাকবে। এটা মাথায় রাখা উচিত ছিল। বাচ্চাদের নিয়ে আসছি। এখন উঠতে পারলাম না। কেমন লাগে বলেন?

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর