শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বাবার সঙ্গে মেট্রোরেল দেখতে এসেছে ছোট্ট মারিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

বাবার সঙ্গে মেট্রোরেল দেখতে এসেছে ছোট্ট মারিয়া

প্রথমবারের মতো দেশে উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেল। সেই ট্রেন দেখতে বাবার সঙ্গে এসেছে মারিয়া আক্তার বৃষ্টি। মারিয়া রাজধানীর কাজীপাড়া এলাকার বাসিন্দা। পড়াশোনা করে চতুর্থ শ্রেণিতে। 

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশন এলাকায় ঢাকা মেইলের সঙ্গে মারিয়ার কথা হয়। 


বিজ্ঞাপন


মারিয়া জানায়, সে মেট্রোরেল দেখতে এসেছেন। সে জানে, এটিই দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন। 

মারিয়া বলে, আজকে মেট্রোরেল উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

mariya-bisty

মেট্রোরেলে চড়তে আগ্রহী কিনা জানতে চাইলে মারিয়া বলে, হ্যাঁ, আজকে তো পারব না। কালকে চড়ব।


বিজ্ঞাপন


মারিয়াকে মেট্রোরেল দেখাতে নিয়ে এসেছেন তার বাবা আব্দুর রহিম। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী। রাজধানীর কাজীপাড়া এলাকায় একটি ভবনে কাজ করেন তিনি। 

তিনি জানান, দেশের প্রথম মেট্রোরেল দেখতে আগে থেকেই ফুরসত করে রেখেছিলেন তিনি। তাই মেয়েকে নিয়ে এসেছেন দেশের ঐতিহাসিক এ অর্জনের সাক্ষী হতে।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর