যান্ত্রিক ত্রুটির কারণে ফের সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে ১০ মিনিটের মতো বন্ধ ছিল।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর কয়েকজন দায়িত্বশীল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালে দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়। এখনও (২টা ১৩ মিনিট) চালু হয়নি। কাজ চলমান আছে। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে বলে জানান তারা।
এমএইচটি