মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

Metro Rail
মেট্রোরেল। ফাইল ছবি

গত আগস্টে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের কথা জানিয়েছিলেন। তবে ২০ অক্টোবর থেকে পিছিয়ে মেট্রোরেলের এই অংশের উদ্বোধনের তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আমিন উল্লাহ নুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হলে মেট্রোরেলে চলাচল বাড়বে, নগরবাসী গাড়ি ছেড়ে মেট্রোতে চলাচল করবেন। এতে শহরের যানজট ও বায়ুদূষণ কমবে।

 

আরও পড়ুন

মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যানজটের এই নগরে বাসে বা ব্যক্তিগত গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হয়ে সেই দূরত্ব মাত্র ৪০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই সচিব।


বিজ্ঞাপন


 

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর