শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

মেট্রোরেলের যাত্রা শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলের যাত্রা শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উচ্ছ্বাস

দেশে প্রথমবারের মতো চালু হওয়া মেট্রোরেলের যাত্রী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। উদ্বোধনী ট্রেনের যাত্রী হতে পেরে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান তারা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলের প্রথম যাত্রী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সরকারের মন্ত্রিপরিষদ, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গরা। উত্তরা থেকে ট্রেনটি আসে আগারগাঁও স্টেশনে।


বিজ্ঞাপন


স্টেশন ত্যাগ করার সময় উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়েন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণমাধ্যমে সঙ্গে কথা বলেন সরকারের মন্ত্রীরা। এ সময় তাদের সবাইকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সবার চোখেমুখেই ছিল খুশির ঝিলিক।

METRORAIL-2

শিক্ষামন্ত্রী দীপু মনি ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। আপ্লুত হয়ে বললেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, 'দেশের একজন নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করছি। জাতির পিতার কন্যার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব এক অর্জন লাভ করল।'


বিজ্ঞাপন


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'মেট্রোরেলের মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করল বাংলাদেশ। উত্তরা থেকে আগারগাঁও আসতে আগে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতো। এখন মনে হলো চোখের পলকে চলে এলাম।'

জাহিদ আহসান বলেন, 'এটা যে কী পরিমাণ অর্জন, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আগামীকাল থেকে চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন এসেছে, সেটা বোঝা যাবে।'

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর