শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

দিনে কয় ঘণ্টা মেট্রোরেল চলবে তা আলোচনা করে সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

দিনে কয় ঘণ্টা মেট্রোরেল চলবে তা আলোচনা করে সিদ্ধান্ত

শুরুতে ঘোষণা ছিল দিনে চারঘণ্টা করে চলাচল করবে মেট্রোরেল। তবে প্রথম দিনে মানুষের উপচে পড়া ভিড়ের কারণে এখন আসলে কত সময় চলবে তা নিয়ে কর্তৃপক্ষ একটি পর্যালোচনা সভা করবে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক একথা জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানিয়েছেন, মেট্রোরেলের প্রথম দিনের কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ একটি পর্যালোচনা সভা করবে। আমরা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কত সময় চলবে।

প্রথম দিনে মেট্রোরেলে চড়ার জন্য আগারগাঁও ও উত্তরা নর্থ স্টেশনে বিপুল সংখ্যক মানুষ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন।

এমন অবস্থায় চলাচলের সময় বাড়ানো হবে কিনা জানতে সেই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, উত্তরা নর্থ স্টেশন থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম মেট্রোরেলটি ছেড়ে যায়। আগারগাঁও স্টেশনে যাত্রী নামিয়ে তা আবার উত্তরা নর্থ স্টেশনে ফিরে আসে।


বিজ্ঞাপন


এমএএন সিদ্দিক বলেন, তারা সময় মতো মেট্রোরেল ছাড়তে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ যাত্রীরা টিকিট কিনতে এবং নিবন্ধন করতে বেশি সময় নিচ্ছে।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর