মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ফানুস পড়ে মেট্রোরেল বন্ধ থাকার ঘটনায় থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

ফানুস পড়ে মেট্রোরেল বন্ধ থাকার ঘটনায় থানায় জিডি

বৈদ্যুতিক তারের ওপর ফানুস পড়ে মেট্রোরেলের চলাচল বন্ধ থাকার ঘটনায় তুরাগ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) রাতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষের হয়ে নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) কবির তুরাগ থানাসহ বিভিন্ন থানায় জিডি করেছেন। কর্তৃপক্ষ চাইলে পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নেবে।

>> আরও পড়ুন: বৈদ্যুতিক তারে ফানুস, দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

এর আগে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে ৩১ ডিসেম্বর দিবাগত রাতে ওড়ানো অনেক ফানুস গিয়ে পড়ে মেট্রোরেলের তারে। পরে রোববার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত এ কারণে বন্ধ ছিলো মেট্রোরেলের চলাচল। এ ঘটনায় রাজধানীর তুরাগসহ একাধিক থানায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বৈদ্যুতিক তারে ফানুস পড়ে থাকায় সকালে বৈদ্যুতিক মেরামতের জন্য মেট্রোরেলের চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এর ১০-১৫ মিনিট পরে মেট্রোরেল চলাচল শুরু করে।


বিজ্ঞাপন


কেআর/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর