বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মনে হচ্ছে এবার একটা শক্ত বন্যা মোকাবেলা করতে হবে’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

‘মনে হচ্ছে এবার একটা শক্ত বন্যা মোকাবেলা করতে হবে’

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় যে বন্যা শুরু হয়েছে সেটা আরও চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তবে সরকারের সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুন) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নে যমুনার ভাঙন কবলিত ব্রাহ্মণগ্রামসহ ডানতীরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এই কথা বলেন।


বিজ্ঞাপন


পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘এবছর টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আগাম বন্যার সৃষ্টি হয়েছে। সিলেটসহ অনেকগুলো জেলা শহরে পানি ঢুকে পড়েছে। মানুষ চরম কষ্টে আছে। এছাড়া তিস্তা, যমুনা ও পদ্মাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে নদী ভাঙন চলছে। সবকিছু মিলে এবার মনে হচ্ছে একটা শক্ত বন্যা মোকাবেলা করতে হবে। এজন্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

কবির বিন আনোয়ার বলেন, এনায়েতপুরে যমুনার ভাঙন রোধে ইতোমধ্যে সাড়ে ছয়শ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। সে অনুযায়ী কাজও চলমান রয়েছে। তবে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ব্রাহ্মণগ্রামসহ দুই এক জায়গায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি কাজ করছে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, বগুড়া পওর সার্কেলের তত্ত্বাবধায়ক শাহজাহান সিরাজ ও সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের ব্যবধানে এনায়েতপুরের দক্ষিণের বেশ কয়েকটি স্থানে আকস্মিক নদী ভাঙন দেখা দেয়। এতে ব্রাহ্মণগ্রাম পূর্বপাড়া তারকা মসজিদসহ বেশ কয়েকটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর