শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আর সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলমান এই বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। 

রোববার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর জানায়, বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই সময়ে নতুন করে ৮৮৮ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, দেশের ১৫ জেলায় এ পর্যন্ত ১০২ জন মারা গেছেন। সিলেট বিভাগেই ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ১৮, সুনামগঞ্জে ২৮, মৌলভীবাজারে ৫ ও হবিগঞ্জে ৫ জন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৬, নেত্রকোণায় ১৩, জামালপুরে ৯ ও শেরপুরে ৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে এ পর্যন্ত বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৪ ও লালমনিরহাটে ৬ জন মারা গেছেন। এছাড়াও ঢাকা বিভাগের টাঙ্গাইলে বন্যায় একজনের মৃত্যু হয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর