সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সবাইকে। এরইমধ্যে যে যার মতো নেমে পড়েছেন বন্যার্তদের সহায়তায়। শিল্পাঙ্গনের অনেকেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। এবার সেই তালিকায় নাম উঠল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের।
বন্যকবলিতদের দুর্দশা দেখে বিচলিত আসিফ। তার এই অস্থিরতা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘১৯৮৮, ১৯৯৮ সালের মতো এবারের বন্যাও ভয়াবহ রুপ ধারণ করছে। অস্থির লাগছে।’
বিজ্ঞাপন
এ সময় বন্যার্তদের পাশে থাকবেন, এমনটা উল্লেখ করে এই গায়ক আরও লিখেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকব, আপনিও প্রস্তুত থাকুন। বেঁচে থাকার লড়াই চলবে। আল্লাহ ভরসা…’
এদিকে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। আশ্রয়হীন, পানিবন্দী মানুষের দুর্দশা বেড়েই চলেছে। ইতোমধ্যে জেলা দুটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরআর