মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বন্যাকবলিত এলাকায় প্রাথমিকের শ্রেণি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

বন্যাকবলিত এলাকায় প্রাথমিকের শ্রেণি কার্যক্রম স্থগিত

দেশের বন্যা কবলিত এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (১৯ জৃন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের সই করা অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে। বাস্তবতার নিরিখে এসব জলমগ্ন বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও বলা হয়, জলমগ্ন বিদ্যালয়সমূহে শ্রেণি পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখবেন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বন্যা কবলিত এলাকাসমূহে প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন মাঠপর্যায়ের শিক্ষকসহ সকল কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন।

এসএএস/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর