রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪

সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পরে যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) বিকেলে পৌর এলাকার বাহিরগোলায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ যৌথ অভিযান চালায়। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার (৫ এপ্রিল) বাহিরগোলায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়। তখন দফায় দফায় সংঘর্ষ চলে।

আজ সেনাবাহিনীর নিয়মিত লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে পেট্রোল টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রশাসন, পুলিশ, র‍্যাবের যৌথ মোবাইল কোর্ট ঝটিকা অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। যৌথবাহিনীর অভিযানের পর বাহিরগোলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ আর্মির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিন-রাত কাজ করে যাচ্ছে। কোনো এলাকায় এ ধরনের বিশৃঙ্খল ঘটনা সেনাবাহিনী নজরদারিতে রাখবে এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর