শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

মুষলধারে বৃষ্টি, মনু নদের পানি দেখতে ভিড়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

মুষলধারে বৃষ্টি, মনু নদের পানি দেখতে ভিড়
ছবি : ঢাকা মেইল

মৌলভীবাজারে ভোররাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বিকেল পর্যন্ত চলে টানা বৃষ্টিপাত। ইতোমধ্যে শহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে জেলা শহরের মনু নদের পানি বাড়ছে কিনা তা জানতে অনেকেই আছেন উদগ্রিব। ভিড় করছেন শহরের মনু ব্রিজ এলাকায়, নদের সর্বশেষ অবস্থান জানতে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। 

শুক্রবার (১৭ জুন) বিকেলে জেলা শহরের শান্তিবাগ সংলগ্ন মনু ব্রিজ এলাকায় মনু নদের পানির সর্বশেষ অবস্থান জানা ও দেখার উদ্দেশ্য অনেকেই ভিড় করেন। তাদের অনেকেই ছিলেন আতঙ্কগ্রস্ত। পানি বাড়ছে কিনা তা জানতে তারা ছিলেন উদগ্রিব।


বিজ্ঞাপন


শহরের বেডিরপার এলাকা থেকে বন্ধুদের সাথে মনু ব্রিজ এলাকায় এসেছেন শিক্ষার্থী আলম, রানা ও মেহেদী। তারা জানান, সবাই বলাবলি করছে মনু নদের পানি নাকি অনেক বেড়েছে, এটা শুনে চাক্ষুষ দেখতে আমরা এসেছি। যাক, দেখে শান্তি পেলাম। এখনও পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

'নদের পানি দেখতে এলাম, শুনেছি পানি নাকি বাড়ছে। আতঙ্কিত ছিলাম, এসে দেখলাম মনু নদ শান্ত আছে। এখন শঙ্কা কেটেছে।'—এমন মন্তব্য করেন ব্যবসায়ী আব্দুল মুকিত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আতঙ্কিত মানুষজন মুষলধারে চলা বৃষ্টি উপেক্ষা করেও এখানে আসছেন একনজর নদী পানির অবস্থান দেখার জন্য। সবাই তো পানি বেড়েছে কিনা তা জানতে উদগ্রিব হয়ে আছেন।

এদিকে, মুষলধারে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। তবে মৌলভীবাজার শহরের ওপর দিয়ে বয়ে চলা মনু নদের পানি এখনো বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও নদী ভাঙনের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, এটি বর্ষার বৃষ্টি। উজানে ভারতের ত্রিপুরায় বৃষ্টি হচ্ছে না। ফলে মৌলভীবাজারে বন্যার আশঙ্কা কম। তবে এ জেলার আওতাধীন মনু ও ধলাই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের কাজ চলছে। এখনও এই দুই নদীর পানি বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর