টানা কয়েক দিনের বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে বেড়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কামারখার এলাকায় বাঁধের একাংশ ভেঙে গেছে। এছাড়া বুড়িচং উপজেলার মালাপাড়া, বিষ্ণপুর, বাবুর বাজার এলাকায় ফাটল আতঙ্ক দেখা দিয়েছে। তবে গোমতীর পানি এখন পর্যন্ত বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, স্থানীয়রা ফাটল হওয়া ও ধসে পড়া বাঁধগুলো মেরামতের চেষ্টা করেছেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আদর্শ সদর, বুড়িচং ও দেবিদ্বার উপজেলার বাঁধের পাশের বাসিন্দাদের মাঝে।
বিজ্ঞাপন
অনেকেই আসবাবপত্র ঘর থেকে সরিয়ে নিচ্ছেন। অনেকে অস্থায়ী আবাস গড়েছেন বাঁধের পাশে। আশেপাশে মসজিদগুলোতে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে সোমবার (২০ জুন) রাত একটার দিকে বাবুর বাজার এলাকায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত হয়েছেন।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান ঢাকা মেইলকে বলেন, গোমতীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানির উচ্চতা ৯.৯ মিটার। যেখানে বিপৎসীমা হিসেবে ধরা হয়েছে ১০.৭৫ মিটার। পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ২৫ জুন পর্যন্ত পানি বাড়তে পারে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/জেবি