টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সারাদেশের মোট ৬৪টি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
শনিবার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে, ১২২ বছরের ইতিহাসে ওই দুই জেলায় এমন বন্যা হয়নি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সব সংস্থা একযোগে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রমের তদারকি করছেন। সেই সঙ্গে যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণসহ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী কার্যক্রম চালাবে।
/আইএইচ