চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবিরের সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক মিজানুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (০২ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকার দাঁতমারা বাজারের মসজিদ গলিতে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সাত থেকে আটজনের একটি সন্ত্রাসী দল ছাত্রশিবিরের সাবেক এই নেতার ওপর এই হামলা চালায়। হামলাকারীরা জুলাই বিপ্লবের আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জানে আলমের অনুসারী ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সাংগঠনিক দুর্বলতার সুযোগে হামলাকারী আওয়ামী লীগ নেতার অনুসারীরা রাতারাতি তাঁতীদল ও ছাত্রদল বনে যায়।
হামলায় অংশ নেওয়াদের মধ্যে কানকাটা সেলিম, ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ, পোল্ট্রি মামুনকে দেখতে পায় স্থানীয় জনতা।
আহত শিবির নেতা মিজান রহমান বলেন, আওয়ামী লীগের দোসর বলে গালমন্দ করে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী হত্যার উদ্দেশে অতর্কিত হামলা চালায়। পরে সেখান থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় দাঁতমারা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা উপজেলার কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।