দুই সপ্তাহের বেশি আগে সুনামগঞ্জে শুরু হওয়া বন্যায় তিন লাখ ৮৭ হাজার গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। এসব প্রাণীর মধ্যে ছিল গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ।
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, গত ১৬ জুন শুরু হওয়া বন্যায় সুনামগঞ্জের ১২টি উপজেলায় ৪২২টি গরু, ৩৭টি মহিষ, ৬৬৯টি ছাগল, ৫১৪টি ভেড়া, ৯৭ হাজার ৮৩১টি হাঁস, ২ লাখ ৮৮ হাজার ৫৫টি মুরগিসহ মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৫২৮টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ সদর উপজেলায় ৮০টি গরু, ১২টি মহিষ, ৭০টি ছাগল, ৫০টি ভেড়া, ১২ হাজার হাঁস, ১ লাখ ২০ হাজার মুরগিসহ মোট ১ লাখ ৩২ হাজার ২১২টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
ছাতক উপজেলায় ৬৫টি গরু, ১২টি মহিষ, ১১০টি ছাগল, ৯৫টি ভেড়া, ৩ হাজার ৫০০ হাঁস, ১২ হাজার মুরগিসহ মোট ১৫ হাজার ৭৮২টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার উপজেলায় ৪৫টি গরু, ৫টি মহিষ, ৬৫টি ছাগল, ৪০টি ভেড়া, ১১ হাজার ৫০০ হাঁস, ১০ হাজার ২০০ মুরগিসহ মোট ২১ হাজার ৮৫৫টি গৃহপালিত প্রাণি মারা গেছে।
বিজ্ঞাপন
জগন্নাথপুর উপজেলায় ২১টি গরু, ৫টি মহিষ, ৩২টি ছাগল, ৪০টি ভেড়া, ৭ হাজার ৩৩০টি হাঁস, ৫ হাজার ৪৭০ মুরগিসহ মোট ১২ হাজার ৮৫৩টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
জামালগঞ্জ উপজেলায় ৫৭টি গরু, ৫টি মহিষ, ১২৭টি ছাগল, ১৯৫টি ভেড়া, ২২ হাজার হাঁস, ৭ হাজার মুরগিসহ মোট ২৯ হাজার ৩৭৯টি গৃহপালিত প্রাণি মারা গেছে।
বিশ্বম্ভরপুর উপজেলায় ২৬টি গরু, ৬টি মহিষ, ৮৫টি ছাগল, ৭৩টি ভেড়া, ১ হাজার ৭০০ হাঁস, ৭ হাজার মুরগিসহ মোট ৮ হাজার ৮৯০টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
দিরাই উপজেলায় ১৩টি গরু, ৬টি মহিষ, ২৭টি ছাগল, ৭৩টি ভেড়া, ২২ হাজার হাঁস, ৭ হাজার ১০০ মুরগিসহ মোট ২৯ হাজার ১৪০টি গৃহপালিত প্রাণী মারা গেছে।
শাল্লা উপজেলায় ২১টি গরু, ২টি মহিষ, ৩২টি ছাগল, ৭৩টি ভেড়া, ৪ হাজার হাঁস, ২ হাজার ৫০০ মুরগিসহ মোট ৬ হাজার ৫৫৫টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
তাহিরপুর উপজেলায় ৪৭টি গরু, ২টি মহিষ, ৬৮টি ছাগল, ৭৩টি ভেড়া, ৫ হাজার ৪৩০ হাঁস, ৩ হাজার ২৮৫ মুরগিসহ মোট ৮ হাজার ৮৩০টি গৃহপালিত প্রাণী মারা গেছে।
ধর্মপাশা উপজেলায় ১৫টি গরু, ২টি মহিষ, ১০টি ছাগল, ৪টি ভেড়া, ৪ হাজার ১৩৫ হাঁস, এক হাজার ৫০০ মুরগিসহ মোট ৫ হাজার ৬৬৩টি গৃহপালিত প্রাণির মৃত্যু হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলায় ৩২টি গরু, ২টি মহিষ, ৪৩টি ছাগল, ৫৮টি ভেড়া, ৪ হাজার ২৩৬টি হাঁস, ১ লক্ষ ১২ হাজার মুরগিসহ মোট ১ লক্ষ ১৬ হাজার ৩৬৯টি গৃহপালিত প্রাণী মারা গেছে।
বন্যায় বিপুল গৃহপালিত প্রাণির মৃত্যু হওয়ায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষ। তারা জানান, বন্যার পানি গরু-ছাগলসহ সবকিছু ভেসে নিয়ে যাওয়ায় তাদের সংসার চালাতে কষ্ট হবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত হামিদ মিয়া বলেন, কষ্ট করে দুটি গরু কিনেছিলাম। পানিতে দুটি গরুই মরে গেছে। এখন আমর চলা বড় দায়।
রুকন মিয়া নামে বন্যা দুর্গত এক ব্যক্তি বলেন, ছেলে-মেয়েকে আশ্রয়কেন্দ্রে রেখে এসে দেখি গোয়াল ঘরে থাকা আমার পাঁচটি গরুর মধ্যে তিনটি ভেসে গেছে। দুটি গরু নিয়ে কোনোরকম আশ্রয়কেন্দ্রে গেছি।
সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে ৩ লক্ষ ৮৭ হাজার ৫২৮টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। এছাড়া যেসব গবাদি পশু বেঁচে আছে সেগুলো লালন পালনে খাদ্যের সংকট দেখা দিয়েছে। এজন্য জেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ৯০০ মেট্রিকটন গো-খাদ্য ও ওষুধ চাওয়া হয়েছে।
প্রতিনিধি/এমআর