দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চললেও ডোমার চিলাহাটি সড়কের কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও সড়কের পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দারা।
রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগী সাধারণ জনগণ।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ১ বছর হয়ে যাচ্ছে রাস্তার কাজ শুরু হওয়ার পরেও তা শেষ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তায় কাজ শুরুর পর থেকে ইটের খোয়া ও বালু দিয়ে রেখেছে, যার ফলে ধুলোবালির পরিমাণ বেড়ে গেছে কয়েকগুণ। সড়কের ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ধুলোবালি রোধে পানি ছিটানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না, বলেও জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা রাস্তার কাজের গতি বাড়িয়ে দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তারা আরও বলেন, সড়কটিকে ধুলোবিহীন করে চলাচলের উপযোগী করতে হবে। রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পর তা তদারকি করারও দাবি জানান স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রতিদিন এই রাস্তায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সবুজ ইসলাম জানান, রমজান মাসের পুরো সময়ই রাস্তার কাজ বন্ধ ছিল এবং মাঝে মাঝে একটি পানির গাড়ি এসে একগাড়ি পানি দিয়ে চলে যায়, যা দিয়ে কোনো কাজ হয় না। এর ফলে, কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব হচ্ছে না এই রাস্তায়।
বক্তারা আরও অভিযোগ করেন, ঠিকাদারের দায়িত্ব থাকার পরও নিয়মিতভাবে সড়কে পানি না দেওয়ার কারণে ঘন ধুলার সৃষ্টি হচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
মির্জাগঞ্জ কলেজের শিক্ষার্থী সজীব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনজারুল হক মিলন এবং ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন উদ্দিন শাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিফ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম ও তাঁতী দলের সভাপতি রাশেদ মেনন।
মানববন্ধনে বক্তারা দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করার দাবি জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন।
প্রতিনিধি/একেবি