বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে মৌখিক পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হবে। তবে যেসব প্রার্থী বন্যাকবলিত এলাকার তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ঈদুল আজহার পর।
মঙ্গলবার (২১ জুন) কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজার-উর-রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) এনরোলমেন্টের জন্য সনদপ্রাপ্তির এ মৌখিক পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত।
এতে আরও বলা হয়, ২৪ জুন থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় বন্যাকবলিত এলাকার কোনো প্রার্থী অংশগ্রহণ করতে না পারলে তার বা তাদের পরীক্ষা আসন্ন ঈদুল আজহার পর গ্রহণ করা হবে।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় দুই হাজার ৬২৭ জন উত্তীর্ণ হন।
এআইএম/এএস





























































































































































































