বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিদ্যুৎকেন্দ্র চালু, আলো জ্বলছে সিলেটের কিছু এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎকেন্দ্র চালু, আলো জ্বলছে সিলেটের কিছু এলাকায়

সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রটি আবারও চালু করা হয়েছে। ফরে বিকেল পাঁচটায় সিরেট নগরীর কিছু এলাকায় আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তবে নগরীর অধিকাংশ এলাকায় বন্যার পানিতে নিমজ্জিত থাকায় এখনও বিদ্যুৎ বিহীন রয়েছে। 

বিদ্যুৎ বিভাগের সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান, পানি উঠে যাওয়ায় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বিকেল পাঁচটায় পানি সেচে পুনরায় চালু করা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার রাত থেকে এই সাব স্টেশনে পানি উঠতে শুরু করে। শুক্রবার দুপুর থেকে এই কেন্দ্র সচল রাখতে যৌথভাবে কাজ শুরু করে সেনাবাহিনী, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন। বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে বাঁধ নির্মাণ করেন তারা। তবে পানি দ্রুত বাড়তে থাকায় শনিবার দুপুরে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিতে হয়েছিল উপকেন্দ্রটি।

এসএএস/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর