শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যার্তদের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অনুদান

সাম্প্রতিক দেশের সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে। ভয়াবহ বন্যায় মানুষ ও জানমালের বিপুল ক্ষতিসাধিত হয়েছে।

বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


বিজ্ঞাপন


মানবিক সহায়তা অংশ হিসেবে সোমবার (২০ জুন) অধিফতরের কর্মকর্তা-কর্মাচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মো. তোফাজ্জল হোসেন মিয়া অধিদফতরের মহাপরিচালকের কাছ থেকে ওই সহায়তার দুই লাখ টাকার চেক গ্রহণ করেন।

এসময় অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সিলেট বিভাগীয় ক‌মিশনার বরাবর বন‌্যা দুর্গত‌দের জন‌্য এক লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ডব্লিউএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর