বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যার্তদের সহায়তায় সোয়া দুই কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের সহায়তায় সোয়া দুই কোটি টাকা বরাদ্দ

সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা জন্যে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে দুই কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুন) ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত  ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার এবং দুই কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে সিলেট জেলায় ৮০ লাখ টাকা, ২০০ মেট্রেক টন চাল ও সাত হাজার প্যাকেট শুকনা খাবার, সুনামগঞ্জ জেলায় ৮০ লাখ টাকা, আট হাজার প্যাকেট শুকনা খাবার, নেত্রকোনায় জেলায় ১০০ মেট্রেক টন চাল, পাঁচ হাজার প্যাকেট খাবার ও ২০ লাখ টাকা, রংপুর জেলায় তিন হাজার প্যাকেট শুকনা খাবার, নীলফামারী জেলায় পাঁচ লাখ টাকা ও তিন হাজার প্যাকেট খাবার, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও এক হাজার প্যাকেট খাবার, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও দুই হাজার প্যাকেট খাবার, মৌলভীবাজার জেলায় ১০০ মেট্রিকটন চাল, দুই হাজার প্যাকেট খাবার  ও ১০ লাখ টাকা, শেরপুর জেলায় ১০ লাখ টাকা  ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার, জামালপুর জেলায় চার হাজার প্যাকেট শুকনা খাবার ও কিশোরগঞ্জ জেলায় দুই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।

এদিকে শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, বন্যাকবলিত সিলেট এবং সুনামগঞ্জ জেলার ৯০ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার পরিস্থিতি খুবই খারাপ হয়, লাখ-লাখ মানুষ পানিবন্দি হয়ে যায়। উদ্ধারের জন্য সিভিল প্রশাসন জলযান নিয়ে মাঠে নামে। সিলেট এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছিলেন, পানিবন্দির তুলনায় জলযান অপ্রতুল। তারা আরও সাহায্য চায়। 


বিজ্ঞাপন


বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানানো হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাৎক্ষণিক আর্মড ফোর্সেস ডিভিশনকে নির্দেশ দেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে মোতায়েন করার জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুরে ৩১টি স্পিডবোডসহ সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। রাতের দিকে নৌবাহিনী ৩০ জন ডুবরিসহ তাদের নৌযান নিয়ে উদ্ধার কাজ চালায়। শনিবার দুপুরে কোস্টগার্ড সেখানে পৌঁছে। সবাই সম্মিলিতভাবে সিলেটে প্রায় ২৫ হাজার মানুষকে সাড়ে চারশ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে। 

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর