শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বানভাসীদের জন্য ১৭২০ টন চাল, আড়াই কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৭:০৮ এএম

শেয়ার করুন:

বানভাসীদের জন্য ১৭২০ টন চাল, আড়াই কোটি টাকা বরাদ্দ

সিলেট-সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। এজন্য দেশের ১১টি জেলায় মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকদের অনুকূলে ১৭২০ মেট্রিক টন চাল, দুই কোটি ৭৬ লাখ টাকা নগদ সহায়তা ও ৫৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপ-সচিব লুৎফুন নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৮ জুন) বিষয়টি জানানো হয়।


বিজ্ঞাপন


বরাদ্দ দেওয়া জেলাগুলোর মধ্যে-
সিলেটে এক হাজার মেট্রিক টন চাল, এক কোটি ১৩ লাখ টাকা ও ২০ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, সুনামগঞ্জ জেলায় ৫২০ মেট্রিক টন চাল, ৯৮ লাখ টাকা ও ১২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, নেত্রকোনা জেলায় একশত মেট্রিক টন চাল, ২০ লাখ টাকা ও ৫ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, রংপুর জেলায় তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট।

নীলফামারীতে ৫ লাখ টাকা ও ৩ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও ২ হাজার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট, মৌলভীবাজার জেলায় একশত মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও ২ হাজার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট । শেরপুর জেলায় ১০ লাখ টাকা ও ৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, জামালপুর জেলায় ৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট এবং কিশোরগঞ্জ জেলায় ২ হাজার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট দেওয়া হয়।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর