সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে তাদের উদ্ধারে সিলেটে নিয়ে আসেন সিলেট জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। বর্তমানে ওই শিক্ষার্থীরা সিলেট জেলা পুলিশ লাইনসে আছেন।
পরে রাত ১২ টায় বিষয়টি নিশ্চিত করে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, ‘তারা এখন সিলেট জেলা পুলিশ লাইনে বিশ্রাম নিচ্ছেন। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরতে পারব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন শিক্ষার্থীদের সঙ্গে।’
আটকা পড়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চম সেমিস্টার পরীক্ষা শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ বেড়াতে যান। আকস্মিক বন্যায় সেখানে আটকা পড়েন তারা। সহায়তা চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
এসএএস/আরএসও