শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যার্তদের জন্য আরও ১ হাজার মেট্রিক টন চালসহ নগদ অর্থ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের জন্য আরও ১ হাজার মেট্রিক টন চালসহ নগদ অর্থ বরাদ্দ
ফাইল ছবি

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তার অংশ হিসেবে আরও এক হাজার মেট্রিক টন চাল, নগদ দুই কোটি টাকা ছাড়াও ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নতুন এই বরাদ্দ প্রদান করা হয়।


বিজ্ঞাপন


এবারের বরাদ্দে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য ৫০০ করে মোট এক হাজার মেট্রিক টন চাল, এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২০০ বান্ডিল করে মোট ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ প্রদানের লক্ষ্যে আরও তিন হাজার টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

টিএ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর