বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় পাশে থাকবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় পাশে থাকবে সরকার’

সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় পাশে থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সেই সাথে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তড়িৎ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইতোমধ্যে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা মন্ত্রণালয় থেকে এটি কম্পাইল করছি। কোন জায়গায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, সংবাদ সম্মেলন করে সেটি জানাতে পারব। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য, চাল, টিন, গৃহনির্মাণ সামগ্রী রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে একটি তড়িৎ উদ্যোগ নেব।

বন্যার পানি কমে যাওয়ায় কিছুটা ঈদের আনন্দ দেখা গেছে জানিয়ে এনামুর রহমান বলেন, আমরা বানভাসি মানুষদের প্রতি সমবেদনা জানাই। বন্যায় জনগণ অনেক কষ্টের মধ্যে দিন পার করেছেন।

এ সময় বানবাসি মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমরা তাদের পর্যাপ্ত মানবিক সহায়তা দিয়েছি। ঈদ উপলক্ষ্যে আমরা নগদ দুই কোটি টাকা দিয়েছি, এক হাজার মেট্রিক টন চাল দিয়েছি, চার হাজার বান্ডিল টিন দিয়েছি, এক কোটি ২০ লাখ টাকা গৃহনির্মাণ মজুরি বাবদ দিয়েছি।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর