বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

বানভাসিদের পাশে কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

বানভাসিদের পাশে কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা

বৃহত্তর সিলেট অঞ্চলের বানভাসি মানুষের পাশে দাঁড়ালো 'আমরা ৯৮ ব্যাচ কুমিল্লা জিলা স্কুল' নামের সংগঠন। সিলেট-সুনামগঞ্জের বন্যা কবলিত অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্যপণ্য তুলে দেওয়া হয়েছে এই ব্যাচের সদস্যদের পক্ষ থেকে। 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 


বিজ্ঞাপন


সংগঠনের প্রধান সমন্বয়ক রাসেল ভুঁইয়া ঢাকা মেইলকে জানিয়েছেন, বন্ধুদের সবার সহযোগিতায় তারা বন্যার্ত প্রতিটি পরিবারের হাতে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ ও পাঁচ প্যাক স্যালাইন তুলে দিয়েছেন। 

এমন আয়োজনে সবাই এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়ে রাসেল ভুঁইয়া বলেন, বন্যায় অসহায় মানুষদের পাশে আমার প্রিয় বিদ্যাপীঠ ৯৮’ ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের বন্ধুদের সমন্বয়ে আমরা এই সামান্য কিছু করার চেষ্টা করেছি। এই চেষ্টা আরও বাড়ানোর চেষ্টা করবো। 

বন্যার্ত মানুষের যে দুর্ভোগ এখনও রয়ে গেছে তা অবর্ণনীয়। সবাই এগিয়ে এলে দুর্ভোগে পড়া মানুষ সাহস পাবে বলে মনে করেন তিনি।

সহায়তা বিতরণ কার্যক্রম ওয়াহিদুজ্জামন রাজন, শাফায়াত চৌধুরী জেসন, আব্দুল কাদের, অ্যাডভোকেট নাইম হায়দার মিঠু, রুবেল খান, এম. এইচ জীবন, প্রকৌশলী ইকবাল, আহসান রোনেল, অ্যাডভোকেট সবুজ, অ্যাডভোকেট সায়েম, সাজেদুর রহমান সাথী, লিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর