বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

সিলেটসহ দেশের ২০ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১০:১৩ এএম

শেয়ার করুন:

সিলেটসহ দেশের ২০ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

সিলেটসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

রোববার (১৯ জুন) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, সিলে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এই বিভাগের ৮০ শতাংশ এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে। কয়েকদিন ধরে এমন বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন মানুষ। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও চরম আকার ধারণ করতে পারে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর