বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি
ছবি: ঢাকা মেইল

জামালপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার (২১ জুন) জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও বকশিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। 


বিজ্ঞাপন


জেলার ৩২টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।  জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকায় ২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলার ১১৪৭ হেক্টর জমির ফসল ও  ১৫ মিটার বাধ ও রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বন্যার পানি প্রবেশ করায় জেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান- ‘ক্ষতিগ্রস্থদের জন্য ৪৯০.১৬০ মেট্রিকটন জিআর চাল, নগদ ৫ লাখ ৫৩ হাজার টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।’

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর