নেত্রকোনায় বন্যা আক্রান্ত স্বজনদের দেখতে যাওয়ার কথা বলে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুন) জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ শুরু হবে বলে ফায়ার স্টেশন জানিয়েছে।
ওই যুবকের নাম আক্কাস আলী (২৭)। তিনি দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
বিজ্ঞাপন
রাতে বিষয়টি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আব্দুল বারেকের বাড়ি বন্যার পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে—এমন খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস আলী লোকজন নিয়ে আত্মীয় আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন।
পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তার সঙ্গে থাকা তিনজন বন্যার পানিতে পড়ে যান। সঙ্গে থাকা তিনজন সাঁতার কেটে উপরে উঠলেও আক্কাস আলী আর উঠতে পারেননি। স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করে।
বিজ্ঞাপন
দুর্গাপুর ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম বলেন, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসবে। তারপর উদ্ধার কাজ শুরু হবে।
প্রতিনিধি/এইচই