শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত অরুন কুমার টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অরুন কুমার মল্লিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন