মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বন্যার্তদের পাশে অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের পাশে অনন্ত জলিল

সিলেট-সুনামগঞ্জে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বানের জল। বন্যার করাল গ্রাসে ইতোমধ্যেই আশ্রয় হারিয়েছেন সেখানকার অগণিত মানুষ। ভয়াবহ এই বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে দেশের সবাইকে। শিল্পাঙ্গনের অনেকেই বানভাসি মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এবার বন্যার্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে অনন্ত বলেন, ‘সিলেটে বন্যার ভয়াবহতা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার ১০-১২ টা গরু কোরবানি না দিয়ে একটি বা দুটি গরু কোরবানি দেব। আর কোরবানির জন্য বরাদ্দকৃত টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।’


বিজ্ঞাপন


এ সময় এই অভিনেতা আরও বলেন, ‘পাশাপাশি আমার ব্যবসার টাকাও ব্যয় করব তাদের জন্য। এছাড়া আমি যে সিনেমা মুক্তি দিচ্ছি, সেখান থেকেও টাকা আসবে। সবকিছু দিয়েই সিলেটের বানভাসিদের পাশে দাঁড়াব।’

অনন্ত জলিল সর্বদাই মানুষের পাশে থাকেন, এমনটা উল্লেখ করে বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের টাকা-পয়সা আছে, কেউ তো টাকা কবরে নিয়ে যাব না। তাই আমরা যে অর্থ আয় করি সেসব মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।’

সবশেষে এই অভিনেতা সমাজের বিত্তবানদেরও বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানান।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর