শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

এবার বানভাসীদের উদ্ধারে নামবে নৌবাহিনী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

এবার বানভাসীদের উদ্ধারে নামবে নৌবাহিনী

সিলেটের বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করায় শুক্রবার (১৭ জুন) উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। বিভিন্ন উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ চালায় তারা। এবার আজ শনিবার (১৮ জুন) থেকে উদ্ধার কাজে নৌবাহিনীও যুক্ত হওয়ার কথা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড আবাস দিয়েছে, বন্যার ভয়াবহতা আরও বাড়তে পারে। এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আক্রান্ত মানুষের এখন প্রাণে বাঁচার আর্তনাদ। অনেকে গবাদি পশু রেখে প্লাবিত এলাকা ছাড়ছেন না। কিন্তু বন্যার পানি বৃদ্ধির কারণে মানুষের প্রাণ সংহার হতে পারে। আক্রান্ত বেশিরভাগ এলাকায় এখন শুকনো মাটিও নেই।


বিজ্ঞাপন


পানিবন্দি লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনতে উদ্ধার কাজে সেনাবাহিনীর পাশাপাশি বন্যার্তদের উদ্ধারে শনিবার (১৮ জুন) সকাল থেকে নৌবাহিনীও দুর্গত এলাকায় কাজ শুরুর কথা রয়েছে।

শুক্রবার রাতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, নৌবাহিনীর সদস্যরা রাতের মধ্যেই সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে। শনিবার সকালে তারা সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকরে অবস্থান নেবেন। সেখান থেকে উপদ্রুত এলাকায় গিয়ে উদ্ধার কাজ শুরু করবেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর