বাংলাদেশের উপকূলের দিকে আরও এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এই ঝড় কক্সবাজারে টেকনাফে আজই আঘাত হানবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল থেকে বিকালের মধ্যেই টেকনাফ অতিক্রম করবে মোখা।
বিজ্ঞাপন
কোথায় আছে ঘূণিঝড় মোখা?
আবহাওয়া অফিসের তথ্য মতে, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ উপকূলের ১০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় কেন সাগরেই তৈরি হয়?
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার (১৪ মে) সকাল নয়টা থেকে তিনটার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এমন পরিস্থিতিতে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে সংস্থাটি। এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর বিপদ সংকেত রয়েছে।
বিজ্ঞাপন
ঘূর্ণিঝড় মোখা দেখুন লাইভ ভিডিওতে
ঘূর্ণিঝড় মোখা লাইভ দেখার লিংক
ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ অবস্থান জানতে আবহাওয়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট উইন্ডি ডটকম (https://www.windy.com/?20.190,91.868,7) ভিজিট করতে পারেন।
ঘূর্ণিঝড় মোখার লাইভ স্যাটেলাইট লিংক
ঘূর্ণিঝড় মোখার লাইভ স্যাটেলাইট ইমেজ, ফুটেজ বা ভিডিও পাবেন সাইক্লোন ডটকমের ওয়েবসাইটে। মোখার লাইভ দেখতে এই লিংকে ক্লিক করুন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা লাইভ দেখার উপায়
এছাড়াও মোখার সর্বশেষ অবস্থান জানতে পারবেন জুম ডট আর্থ ওয়েবসাইটেও। এই লিংকে ক্লিক করলে ওয়েবসাইটটি থেকে সর্বশেষ মোখার অবস্থান জানতে পারবেন।
এজেড