সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় নাজিরপুরে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২৩, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় নাজিরপুরে প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পিরোজপুরের নাজিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আহমেদ সাব্বির হোসেন, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলামসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। এ সময় জানানো হয় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলার ২৫ হাজার লোকের থাকার জন্য ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমান মেডিকেল টিম, স্বেচ্ছা সেবী সংগঠন ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।


বিজ্ঞাপন


এ সময় আরও জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতি একটু খারাপ হওয়ার আভাস পেলে আরো আশ্রয় প্রস্তুত করা হবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর