সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

মোখা’র মধ্যে পার্কে আড্ডা, ১১ শিক্ষার্থীকে থানায় দিলেন ডিসি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

মোখা’র মধ্যে পার্কে আড্ডা, ১১ শিক্ষার্থীকে থানায় দিলেন ডিসি

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা’র মধ্যে পার্কে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ শিক্ষার্থীকে আটক করে পুলিশ হেফাজতে  দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।  

রোববার  (১৪ মে ) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকার  মিনি পার্ক ও ডিসি পার্কে আড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়। 


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখতে সুগন্ধা নদীর তীর সংলগ্ন খেয়াঘাটে আসেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম । তারই পাশে মিনি পার্কে শিক্ষার্থীদের ঘুরতে দেখলে তাদের  অসময়ে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তোর দিতে পারেনি। ফলে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতিতে পার্কে আড্ডা দিচ্ছিল, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা এই সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর