রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে ১৮ ঘণ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১২:১২ এএম

শেয়ার করুন:

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে ১৮ ঘণ্টা

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের পর এবার চট্রগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  শনিবার সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তবে পরে আরো সময় বাড়ানো হতে পারে। 

শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কমান্ডার তাসলিম আহমেদ।


বিজ্ঞাপন


তিনি জানান, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর সংকেত জারি করা হয়েছে।  এ অবস্থায় সাগর বেষ্টিত জেলা চট্টগ্রামেও এ ঝড়ের প্রভাব। ফলে এই সময়ে কোনোভাবে বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা করা সম্ভব নয়। 

তিনি আরো জানান,  আপাতত সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।  সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। 

এমআইকে/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর