রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

মোখার তাণ্ডব শেষে বাড়ি ফিরছেন মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১০:২১ এএম

শেয়ার করুন:

মোখার তাণ্ডব শেষে বাড়ি ফিরছেন মানুষ
ছবি: ঢাকা মেইল

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার হাত থেকে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে অসেন কক্সবাজার উপকূলের প্রায় তিনলাখ মানুষ। ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। গবাদিপশু নিয়ে নিজ বসতভিটায় ফিরছেন তারা।

সোমবার (১৫ মে) সকাল ও রোববার (১৪ মে) রাত থেকেই তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন।


বিজ্ঞাপন


জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে নেমে আসে মহাবিপদ সংকেত। এরপর উপকূলবাসীকে রক্ষা করতে প্রশাসনের তোড়জোড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন প্রায় তিন লাখ বাসিন্দা। রোববার দিনব্যাপী চলে ঘূর্ণিঝড় মোখার আঘাত। ঝোড়ো হাওয়ার পাশাপাশি উত্তাল ছিল সাগর। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা পর ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফিরে পায় আশ্রিত মানুষ।

রোববার রাতে নামানো হয় মহাবিপদ সংকেত। তারপর শঙ্কা কাটিয়ে আশ্রয়কেন্দ্রে থেকে নিজ বসতিতে ফিরতে শুরু করেন অনেকেই।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানি না ঘটলেও বিধ্বস্ত হয়েছে ১২ হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি। একই সঙ্গে ভেঙে পড়েছে গাছপালা, যা দ্রুত সরিয়ে নিয়ে জনজীবন স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর