সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০১:২৭ এএম

শেয়ার করুন:

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শরীয়তপুরের ইব্রাহীমপুরের নরসিংহপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৩ মে) রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


বিজ্ঞাপন


ফেরি চলাচল বন্ধের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

জানা গেছে, সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় ফেরি কাকলি নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। এরপর আর কোনো ফেরি ছেড়ে যায়নি মেঘনা নদীর এই নৌ রুট দিয়ে। হঠাৎ করে রাত ৮টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন ছোট বড় প্রায় ১০টি মালবাহী ট্রাকচালকরা।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, নরসিংহপুর-চাঁদপুর নৌ রুটটি বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৮ ও ১০ নম্বর বিপদ সংকেতের আওতাধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া অবধি ফেরি চলাচল বন্ধ থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর