ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় মোখায় রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী ঢাকা মেইলকে বলেন, ইতোমধ্যেই আমরা পাকা ধান দ্রুত কেটে ফেলতে বলেছি যেহেতু আবহাওয়ার বার্তায় একটা ঘূর্ণিঝড়ের বার্তা আছে। আমাদের বিভিন্ন এলাকায় বোরো ধান কাটা হচ্ছে, ৮০ ভাগ পেকে গেলে যেন সবাই ধান কেটে ফেলে সেটি বলা হয়েছে।
নির্দেশনায় আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে বলা হয়েছে, মোখা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ১২ অথবা ১৩ মে মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। এই সময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নিতে কৃষি সম্প্রসারণের সকল অঞ্চলের অতিরিক্ত পরিচালক, সকল জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে সরেজমিন উইং।
নির্দেশনাগুলো হলো-
১। পাকা ধান (৮০%), পরিপক্ক আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান।
২। কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার সর্তকর্তামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ।
বিজ্ঞাপন
৩। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য কৃষকের পাশে থাকা।
৪। আবহাওয়া সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য BAMIS পোর্টাল অনুসরণ করতে হবে।
ডব্লিউএইচ/এমআর

















































































































































































































































































