সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

দ্রুত বাড়তে পারে ৭ নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

দ্রুত বাড়তে পারে ৭ নদীর পানি
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার সাতটি নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১৩ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, যমুনা ও পদ্মা নদীসহ কয়েকটি নদীর পানি সমতলে বাড়ছে, অপরদিকে ব্রহ্মপুত্র ও গঙ্গা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতলে স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ২৪-৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও পার্বত্য অববাহিকার স্থানসমূহে এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকার অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী/অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালি, নাফ নদীসমূহের পানি সমতল সময়বিশেষে দ্রুত বাড়তে পারে এবং এই নদী অববাহিকাগুলোর কিছু নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়াও আগামী ২৪-৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলার অনেক স্থান আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় মোখার প্রভাবে অতিভারী বৃষ্টিপাতজনিত কারণে কক্সবাজার সদর, রামু, টেকনাফ ও উখিয়া উপজেলার অনেক স্থান আকস্মিক বন্যা ও ভূমিধসের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন এই প্রকৌশলী।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর