সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড় মোখা: পাটুরিয়া-আরিচা ঘাটের লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় মোখা: পাটুরিয়া-আরিচা ঘাটের লঞ্চ চলাচল বন্ধ
ছবি: ঢাকা মেইল

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া ঘাটের সাময়িক লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার কারণে নদী উত্তাল হওয়ার আগেই ফেরি চলাচল বন্ধ করা হবে।

রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।


বিজ্ঞাপন


তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় ঢেউ দেখা দিয়েছে। সে কারণে গতকাল (শনিবার) থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মোখার প্রভাবে যাতে লঞ্চগুলোর কোনো ক্ষতি না হয় সেজন্য লঞ্চ মালিকদের নিরাপদ স্থানে নিয়ে রাখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এই দুই ঘাটের লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল করছে স্বাভাবিক আছে। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে নদী উত্তাল হলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর