সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সেন্টমার্টিনে বাতাসের গতি একশো কিলোমিটার ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে বাতাসের গতি একশো কিলোমিটার ছুঁইছুঁই

ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ উপকূলে। রোববার সকালে দেশের একাধিক উপকূলীয় জেলায় ঝড়ের সম্মুখভাগের আঁচ লাগতে শুরু করেছে। 

রোববার (১৪ মে) সকাল ৮টা নাগাদ মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, ভাসান চর ও সেন্ট মার্টিন দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষণীয় হয়েছে। এসব এলাকায় বাতাসের গতি বেড়েছে। 


বিজ্ঞাপন


এ সময় সেন্টমার্টিন দ্বীপে প্রতি ঘণ্টায় বাতাসের গতি ছিল ৮৯ থেকে ৯৪ কিলোমিটারের মধ্যে। ৭০ কিলোমিটারের বেশি গতি বাতাস প্রবাহিত হচ্ছে টেকনাফের শাহ পরীর দ্বীপে। 

এদিকে টেকনাফে গতকাল রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার সকালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। 

বাতাসের গতি-প্রকৃতি বিষয়ক ওয়েবসাইট জুম আর্থ ও উইন্ডি ডটকমের তথ্য যাচাই করে এ চিত্র দেখা গেছে। 

তথ্য মতে, এ সময় কক্সবাজার ও এর আশপাশের এলাকায় বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে ছিল। একই গতিতে বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া ও ভাসান চরে। 


বিজ্ঞাপন


কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর