রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বরগুনায় রোদের ঝলকানিতে জনমনে স্বস্তি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

বরগুনায় রোদের ঝলকানিতে জনমনে স্বস্তি

সর্ব দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে গত তিনদিন ধরে জনজীবনে ছিল অস্বস্তি। আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে বেড়িবাঁধ এলাকায় মানুষের। তবে এখন কোন বাতাস-বৃষ্টি নেই। নদ-নদীও শান্ত স্বাভাবিক, আকাশে রোদের ঝলকানি। জনমনে ফিরেছে স্বস্তি। 

রোববার (১৪ মে) বিকেল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে মেঘমুক্ত বরগুনার আকাশে। এতে স্বস্তি ফিরে পুনরায় কর্মব্যস্ত হয়ে পড়ছে এখানকার মানুষ। তবে গতকাল থেকে জেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। 


বিজ্ঞাপন


বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার ঢাকা মেইলকে বলেন, গত দুদিন ধরে ঘূর্ণিঝড় আতংকে ছিল বরগুনার মানুষ। তবে এখন অনেকটাই আতংক কমেছে। সকালে অল্প বাতাস থাকলেও দুপুরের পর থেকে পুরো পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। এখন আকাশে রোদের ঝলকানিতে জনমনে স্বস্তি বইছে। তবুও মানুষকে নিরাপদে থাকতে বলছি।

dd

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান ঢাকা মেইলকে বলেন, দূর্যোগ মোকাবিলায় জেলায় ৬৪২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। সাড়ে ৯ হাজার স্বেচ্ছাসেবক সারা জেলায় কাজ করছে। জেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট থেকে মাইকিং করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর