রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় তৎপর বিজিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় তৎপর বিজিবি

বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিতে তৎপর হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

bgbঘূর্ণিঝড় মোখা সম্পর্কে সচেতন করতে ঘরে ঘরে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলছেন তারা।


বিজ্ঞাপন


শনিবার (১৩ মে) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে টেকনাফে আমার ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ৫শ সৈনিক মাঠে তৎপর।

bgbতিনি আরও বলেন, তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এলাকাবাসীদের ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানাচ্ছেন। তাদের সাইক্লোন শেল্টার বা নিকটবর্তী আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও বৈরী আবহাওয়ার সুযোগে সীমান্ত অপরাধ যাতে না বাড়ে, এজন্য সীমান্তে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

কেআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর