সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

শুক্র-শনিবার খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৩, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

শুক্র-শনিবার খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'মোখা' সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনের লক্ষ্যে মন্ত্রণালয় যথারীতি খোলা থাকবে।

বৃহস্পতিবার (১১ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপপ্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানান, মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করে আজ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মোখা। আবহাওয়াবিদরাও বলছেন সেই কথাই। তাদের ধারণা, স্থলভাগে ১২০ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে মোখা। হতে পারে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও। এছাড়া বিভিন্ন এলাকায় ভূমিধ্বসের আশঙ্কাও করছেন কেউ কেউ।

ডিএইচডি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর