ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার বিমান বন্দরে ১২ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সাগর বেষ্টিত শহর কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শুক্রবার রাতে বেবিচকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বেবিচক জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার জন্য সাগর বেষ্টিত জেলা কক্সবাজারেও ৮ নম্বর সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা অসম্ভব। ফলে নিরাপত্তার খাতিরে আগামীকাল শনিবার সকাল ৭ টা থেকে রোববার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ থাকবে। চট্টগ্রামের বিষয়ে সকালের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে।
আপাতত সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এসময় আরো বাড়তে পারে।
এমআইকে/এজেড