চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
তিনি বলেন, খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে মোখা ১৪ মে রাতে সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে অথবা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর অতিক্রম করতে পারে।
বিজ্ঞাপন
ফেসবুকে মোস্তফা কামাল পলাশ জানান, ‘আজ ৮ মে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে ১৪ মে রাত ১২টার পরে থেকে ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় মোখা সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ১৪ মে সকাল ৬টার পর থেকে স্থলভাগে আঘাত করার সম্ভাবনার কথা।
তিনি আরও লিখেছেন, এখানে উল্লেখ যে ঘূর্ণিঝড় আম্পান (২০২০ সলের ২০ শে মে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল যার বাতসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার)। স্থলভাগে আঘাত করার দিন যত বেশি কাছাকাছি এসেছিল ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ তত বেশি সঠিক প্রমাণিত হয়েছিল আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ অপেক্ষা।
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক এই পিএইচডি গবেষক জানান, দুটি মডেলই নির্দেশ করছে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনার কথা। ঠিক কত শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আঘাতের সম্ভাবনা নির্দেশ করছে দুটি মডেল সেই তথ্যটি আমি আপাতত প্রকাশ করতে চাচ্ছি না। তবে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ও দুপুর ৩টার সময় যখন আবারও এই দুটি মডেল থেকে নতুন পূর্বাভাস আসবে তখন যদি একই শক্তি নির্দেশ করে দুইটি মডেল তবে ঘূর্ণিঝড়ের সম্ভব্য সর্বোচ্চ শক্তি সম্বন্ধে নতুন করে পূর্বাভাস প্রকাশ করব।
টিএই/এমআর

















































































































































































































































































