সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, মোংলা সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, মোংলা সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত

দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (১০ মে) বেলা ৩টার দিকে বাগেরহাটের মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কমকর্তা হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, নিম্নচাপটি মোংলা বন্দর থেকে এক হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এদিকে, মোংলা বন্দরে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বুধবার সকাল থেকে এ এলাকার পরিবেশ এখনও স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই প্রচণ্ড দাবদাহে পুড়ছে বাগেরহাটের মোংলাসহ গোটা জেলা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর