সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগে ১০ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগে ১০ নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘মোখা’ ও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মরত সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের ১০ দফা সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ‘মোখা’ যে কোনো সময় উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং নিম্নোক্ত সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হলো।

নিদের্শনাগুলো হলো—
১. জেলা এবং উপজেলা পর্যায়ে পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে।

২. খাবার স্যালাইনসহ জরুরি প্রতিরোধ ও প্রতিষেধক ওষুধ ও উপকরণ উপকূলবর্তী জেলায় পর্যাপ্ত মজুদ রাখতে হবে।

৩. প্রয়োজনীয় সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপে কাটা রোগীর জন্য প্রয়োজনীয় সংখ্যক এন্টিভেনম মজুদ রাখতে হবে।


বিজ্ঞাপন


৪. উপকূলবর্তী এলাকায় মাঠ কর্মীদের (স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য) মাধ্যমে উপদ্রুত অঞ্চলে নিয়মিত পরিদর্শন এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

৫. কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

৬. যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে কর্মকর্তা বা কর্মচারীর নৈমিত্তিক ছুটি বাতিলসহ প্রতিষ্ঠান প্রধান ও চিকিৎসকগণের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।

৭. স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্সগুলোকে প্রয়োজনীয় জ্বালানিসহ প্রস্তুত রাখতে হবে।

৮. যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওয়াটার অ্যাম্বুলেন্স সচল আছে, সে সকল ওয়াটার অ্যাম্বুলেন্সসমূহ মেডিকেল টিম এবং প্রয়োজনীয় জ্বালানিসহ প্রস্তুত রাখতে হবে।

৯. নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখতে হবে।

১০. সর্বোপরী সম্ভাব্য ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর